তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিক, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আজাদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দক্ষিণখুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, শিক্ষক প্রনব দাস মিঠু। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন ও গীতা পাঠ করেন যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস। সভায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণ ও বঙ্গবন্ধুর রূপ ধারণ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হাসান রাশেদ, সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা প্রকৌশলী আফছার আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, পল্লী উন্নয়ণ কর্মকর্তা প্রনব লাল দাস, খাদ্য কর্মকর্তা পিনাক পানি ভট্টাচার্য, নির্বাচন কর্মকর্তা ফায়জুর রহমান,পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল
ইসলাম, পল্লী জীবিকায়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা হাসমত উল্লাহ, গিয়াস উদ্দিন প্রমুখ।