স্টাফ রিপোর্টার::
জমি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পল্লীতে পারিবারিক শালিসে মামাতো ভাইকে কুপিয়ে খুন করেছে আপন ফুফুতো ভাই। নিহতের নাম আব্দুল খালিক (৪০)। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টায় দোয়ারাবাজার উপজেলার উস্তেঙ্গেরগাও গ্রামে ফুফুতো ভাই সুমন মিয়ার হাতে আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান আব্দুল খালিক। ঘটনায় জড়িত ফুফুতো ভাইসহ ৫ জনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ওস্তেঙ্গেরগাঁও গ্রামের আব্দুল খালিকের সঙ্গে তার আপন ফুফুতো ভাই সুমন মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহষ্পতিবার রাতে পারিবারিক শালিস বসে। শালিসে ক্ষুব্দ যুবক সুমন মিয়া ধারালো দা নিয়ে মামাতো ভাই আব্দুল খালিকের মাথায় এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দোয়ারাবাজার নেওয়ার পথে জরুরি চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আব্দুল খালিক মারা যান। এ ঘটনায় জড়িত সুমন মিয়া, লায়েক আহমদ, রানা আহমদ ও আলী হোসেনসহ ৫জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বলেন, ফুফুতো ভাইয়ের হাতে আহত ব্যক্তি শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা প্রধান অভিযুক্তসহ ৫জনকে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।