দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সস্পাদক কর্তৃক দায়েরকৃত বহুল আলোচিত হাওর রক্ষা বাঁধের অনিয়ম দূর্ণীতির মামলায় ইউপি চেয়ারম্যানকে জড়ানোর প্রতিবাদে সংবাদসম্মেলন করেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর উইনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। বুধবার ১ টায় রাজানগর ইউানিয়ন পরিষদের আযোজনে স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, রাজানাগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদিকুর রহমান, ইউপি সদস্য শাহাজাহান মিয়া, আবু তাহের, জগদিশ চন্দ্র দাস, মছদ্দর মিয়া, সজল দাস, আজাদ মিয়া, লেবু মিয়া,সফিকুল ইসলাম ও নারী সদস্য সবিতা রানী তালুকদার। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, আমি যে বাঁধের পিআইস’র সভাপতি ছিলাম সে বাঁধটি আজও এ ভরা বর্ষা মৌসুমে বিদ্যমান রয়েছে। কোন ধরণের যাচাই বাচই ছাড়াই আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্যেশ্যে এলাকায় আমার একটি প্রতিপক্ষ মহলের প্ররোচনায় মামলায় আমাকে আসামী করা হয়েছে। কালিয়াকোটা হাওর বাঁধ প্রকল্প নং ১৮২ যার সরকারি বরাদ্ধ ১ লাখ ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৬০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বাঁধের উপর মাটি কাটা, বাঁশ ও বস্তা ক্রয় এবং বস্তায় মাটি ভরাট বাবদ ব্যয় হয়েছে ৮৫ হাজার টাকারও বেশি।