শাল্লা প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের ইউএনও’র কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্রে করে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়েছে একটি কুচক্রী মহল। তারই প্রতিবাদে বুধবার (২২মার্চ) দুপুরে হাওর বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় মিলিত হন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেনকে নিয়ে ১৬, ১৭মার্চ মিথ্যা, মানহানিকর, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রচার করে একটি মহল। সভায় উপজেলা কমিটির ২৩ জন নেতাকর্মী এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনীভাবে মোকাবিলা করার সিদ্ধান্তে উপনীত হন হাওর বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটি। সভায় উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।