শাল্লা ও তাহিরপুর প্রতিনিধি::
সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জের শাল্লা ও তাহিরপুর উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় শাল্লা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ অফিস থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়ে উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ারগাঁও বাজার সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ মিছিল শেষে উপজেলা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ৭ আগস্ট সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর নৃশংসভাবে হামলাকারী শিবির কাডারদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা বলেন, জামায়াত শিবির সারা দেশে সন্ত্রাস নাশকতায় জড়িত। তাদেরকে দেশের আপামর মানুষ নিয়ে প্রতিরোধ করতে হবে।
এদিকে একই সময়ে সিলেট জালালাবাদ কলেজ ছাত্র ও মহানগর ছাত্রলীগ কর্মী শাহীন আহমেদ ও আবুল কালাম আসিফের উপর জঙ্গি শিবিরের বর্বরোচিত ও নারকীয় হামলার প্রতিবাদে তাহিরপুরে ছাত্রলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে তাহিরপুর সদর মধ্য বাজার দলীয় কার্য্যলয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা ছাত্রলীগ অন্যতম নেতা আবুল কাশেম এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ,র সঞ্চালনায় প্রতিবাদ সভায় অবিলম্বে জামায়াত শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা পথিক হাসান নবী,মবিন নুর মিয়া,ঝলক তালুকদার,শংকর চন্দ,মতিন মিয়া,সৌরভ সরকার,সাহেব মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভাশেষে আহত ছাত্রলীগ কর্মী শাহীন আহমেদ ও আবুল কালাম আসিফের দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা।