তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাবুল চন্দ্র দেবের উপর বখাটে সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদ ও অধ্যক্ষসহ শিক্ষকদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক- কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মহী উদ্দিন, অধ্যাপক্ষ রামেন্দ্র বিকাশ দে এবং শামসুন্নাহার। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেছেন, কলেজের সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত। তারা কলেজটি ধ্বংস করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন ভাবে কলেজ এবং কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা কলেজের শিক্ষকের উপর হামলা করেছে। শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তাদের এসব অপ-তৎপরতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তারা আরো বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী কারো প্রতিপক্ষ নয়। একটি চক্র ধূম্রজাল সৃষ্টি করে এলাকায় বিশৃঙ্খলা করতে চাচ্ছে। যেকোনো বিষয়ের সমাধান সুষ্টু ভাবে কলেজে বসেই সম্পন্ন হতে পারে। অতীতে কলেজে বসেই অনেক বিষয়ের সমাধানে হয়েছে। এটি সকলেরই প্রতিষ্ঠান কাজেই এই কলেজের মঙ্গলের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয় এমন কাজ করার অধিকার কারো নেই। মানববন্ধনে কলেজের অধ্যাপক তৈমুছ আলী,বরুণ কুৃমার চৌধুরী, শাহ শফিকুল আলম মতি, রফিকুল ইসলাম, কৃপা সিন্ধু দাস, জান্নাত আরা খান, নিখিল রঞ্জন দাস, প্রভাষক সনজিৎ নারায়ণ চৌধুরী, শ্রী তপন কুমার দে, মোঃ আমিন উদ্দিন, বাবুল চন্দ্র দেব, নজরুল ইসলাম, শিল্পী সমাজপতি, আবুল হাসনাত, খলিলুর রহমান, শাহীন রাজা, খোরশেদ আলম, মফিজুল ইসলাম, প্লাবণী মন্ডল, মরিয়ম আক্তার, সালমা বেগম, চন্দন চন্দ্র দেবনাথ, অফিস সহকারী রাখাল কৃষ্ণ তারণ, ইসরাক হোসেন, দেবাশীষ চক্রবর্তী, সায়লা আক্তার, নুর মিয়া, জ্যোতিষ মালাকার, কামাল মিয়া, ছানু মিয়া, মোশাহিদ আলী, চম্পা বেগম, ইমাদ উদ্দিন, নারায়ণ কান্ত দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।