জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসরে পুলিশের অভিযানে ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খাশিলা গ্রামের অর্জুন দাস (৫৬), সন্টু দাস (৪০), কবিরপুর গ্রামের শফিকুল ইসলাম (২৮), হবিবপুর এলাকার আবুল হোসেন (৬০), শিপন মিয়া (৩৪), জগন্নাথপুর এলাকার তপুর মিয়া ওরফে তখব্বুর (৪৫), আবুল মিয়া (৩৪), রোজন মিয়া (৪০), ইকড়ছই এলাকার শাফিজ মিয়া, আসামপুরের রুপা মিয়া (৩৮)।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানের নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার গভীররাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মনজু দাসের বসত বাড়িতে জুয়ার আসর বসে। খবর পেয়ে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় জুয়ার আসর থেকে এক লাখ ৪৫ হাজার ৮৯০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।