স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে নিখোঁজের তিনদিন পর হাওরের ডোবা থেকে ৭ বছরের শিশু আমির হামজার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৯ এপ্রিল পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি থানাকে অবগত করা হয়েছিল। আজ ১০ এপ্রিল সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশি কিশোর মোজাহিদ মিয়াকে আটক করা হয়েছে।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ ও স্থানীয়রা জানান, নতুন জগদল গ্রামের আনোয়ার হোসেনের ৭ বছর বয়সী ছেলে আমির হামজা প্রতিবেশি আব্দুস সাত্তারের ছেলে ৬ষ্ট শ্রেণির ছাত্র মোজাহিদ মিয়ার সঙ্গে গত ৮ এপ্রিল বিকেলে বাড়ি থেকে বের হয়। তারা স্থানীয় বাজারে গিয়েও ঘুরাঘুরি করে। সন্ধ্যায় একা বাড়িতে আসে মোজাহিদ। তখন স্বজনরা তার কাছে আমির হামজার কথা জানতে চাইলে সে তার আগেই চলে এসেছে বলে জানায়। এভাবে খোজাখুজি করেও তাকে না পেয়ে গতকাল রোববার দিরাই থানা পুলিশকে অবগত করেন স্বজনরা। আজ সোমবার সকালে খোজাখুজিকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হাওরের ডোবা থেকে কাদামাখা অবস্থায় শিশুটির মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে অবগত করা হলে জনপ্রতিনিধিরা থানা পুলিশকে মরদেহ পাওয়ার বিষয়টি অবগত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এসময় স্বজনদের সঙ্গে কথা বলে, মোজাহিদকে আটক করে পুলিশ।
দিরাই থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন বলেন, গতকাল পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। আজ সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।