স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী লন্ডনপ্রবাসী জাতীয় পার্টি নেতা মো. কামরুজ্জামান সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পুরাতন শিল্পকলা একাডেমি (আব্দুল হাই মিলনায়তনে) এ মতবিনিময় করেন। আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখিত বক্তব্যে জাতীয় পার্টির সঙ্গে তার পারিবারিক রাজনীতির ইতিহাসও বর্ণণা করেন। আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পেলে তিনি হুসেইন মোহাম্মদ এরশাদকে এই আসন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য ২০১৪ সনের জাতীয় নির্বাচনেও মো. কামরুজ্জামান এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
মতিবিনিময় সভায় কামরুজ্জামান বলেন, প্রবাসে থাকলেও আমি নিয়মিত দেশে আসা-যাওয়া করে দলের হয়ে কাজ করছি। লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্ধিতা করার লক্ষ্যে আমি পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। তারা আমাকে পার্টিকে সুসংগত করতে কাজ করার নির্দেশ দিয়েছেন।
মতবিনিময়কালে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর জাতীয় পার্টি, যুবসংহতি ও ছাত্র সমাজের কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।