তহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে আফালের (উত্তাল ঢেউ) কবলে পড়ে নৌকাডুবিতে তিন শিশু কন্যাসসহ চারজন নিখোঁজ হলেও শুক্রবার একজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টায় আফালের কবলে পড়ে নৌকা ডুবে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সুনামগঞ্জ ও সিলেটের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে সন্ধ্যা ৬টায় অভিযান সমাপ্ত করে।
পুলিশ জানায়, নিখোঁজদের উদ্ধার করতে বৃহষ্পতিবার সন্ধ্যায় ডুবুরি দল তাহিরপুরে এসে পৌঁছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ডুবুরিদল থেমে থেমে অভিযান পরিচালনা করে। তবে এ সময় তাদের স্থানীয় লোকজনও সহায়তা করেন। বেলা সাড়ে ১১টায় শনির হাওর থেকে নিখোঁজ শিশু সাজনা বেগম (৭) এর লাশ উদ্ধার করা হয়। তবে এখনো অন্য তিনজন নিখোজ রয়েছেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ডুবিরি দল ও পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানে সকালের দিকে একজনের লাশ উদ্ধার হয়েছে। সন্ধ্যা ৬টায় ডুবুরি দল অভিযান শেষ করেছে। আগামীকাল আবারো অভিযান পরিচালিত হবে বলে তিনি জানান।