বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের সরকারি এতিমখানার হতদরিদ্র পরিবারের এতিম ১০০ কন্যা শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদ। বুধবার দুপুরে তিনি তার মা মাহবুবা খানম ও ভাতিজা জিয়াদ আহমদকে নিয়ে এতিম কন্যা শিশুদের উন্নত মানের কাপড় দিয়ে আসেন। উল্লেখ্য প্রতি বছরই তিনি এতিমখানার শিশু কন্যাদের ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় দেন এবং বিশেষ খাবার পরিবেশন করেন।
এতিমখানার কর্মকর্তা (খালা) তাহেরা আক্তার বলেন, সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার (এতিমখানা) একশ কন্যা শিশু অবস্থান করে। তারা সবাই হতদরিদ্র ও এতিম। যুক্তরাজ্য প্রবাসী ফরজহাদ আহমদ এর আগেও কয়েকটি ঈদে মেয়েদের নতুন জামা দিয়েছেন এবং বিভিন্ন সময়ে বিদেশ থেকে নিয়ে আসা চকলেট ও উন্নত মানের খাবার বিতরণ করেছেন। এবারও তিনি বুধবার দুপুরে তার মাকে সঙ্গে করে নিয়ে এসে শিশুদের নতুন জামা দিয়েছেন। ইদের আগে নতুন ও উন্নত জামা পেয়ে এতিম শিশুরা খুব খুশি হয়েছে।
ফরহাদ আহমদ বলেন, আমি গত কয়েক বছর ধরে ঈদে এতিমখানার শিশু কন্যাদের নতুন জামা দিতে পেরে ভালো লাগছে। সংসার ও সমাজ থেকে ছিটকে পড়া এই শিশুদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি এই সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবো।