স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ‘হাওর এলাকায় শিক্ষার বাস্তবতা: সুনামগঞ্জের গল্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. রফিকুল ইসলাম তালুকদার। সেমিনারে সুনামগঞ্জের শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস।
সেমিনারে অতিথি হিসেবে আলোচনা করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পৌর মেয়র নাদের বখত, অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কান্তি দে, ডা. মোনাওয়ার আলী প্রমুুখ। সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারী পেশাজীবী সংগঠনের লোকজন মুক্ত আলোচনায় তাদের বক্তব্য তুলে ধরেন।
সেমিনারে হাওরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সম্পদকে কাজে লাগানোসহ শিক্ষা কার্যক্রমে জড়িতদের দুর্গম এলাকায় অবস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।