স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এমএ মান্নান ভিডিও বার্তায় আয়োজনের সফলতা কামনা করে স্মার্ট বাংলাদেশ গঠনে ততরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি ইনতেজাম তাহবিরের সভাপতিত্বে ও নন্দিনী কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ বিএমএ’র সাধারণ সম্পাক ডা. এম নূরুল ইসলাম, বুয়েটের সহকারি অধ্যাপক ঐশী রায়, সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদীন প্রমুখ।
অতিথিবৃন্দ সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।