স্টাফ রিপোর্টার::
যাদুকাটা নদীতে রাতের আঁধারে বালু মহাল ও বালু মহালের সীমানার বাইরে থেকে নিয়মিত কয়েকশ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু-পাথর আহরণ করছে অভিযোগ পাওয়ার পর তাহিরপুর উপজেলা প্রশাসন বুধবার রাতে নদীতে অভিযান চালিয়েছে। এসময় দুটি ড্রেজার জব্দ করেছে প্রশাসন। বালু মহালে পরিবেশ বিধ্বংসী ড্রেজার আইনত বন্ধ থাকলেও সম্প্রতি একটি চক্র রাতের আধারে বেপরোয়া হয়ে ওঠেছে। যাদুকাটা নদীর নবাগত ইজারাদাররা এর সঙ্গে জড়িত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, যাদুকাটা নদীতে অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী ড্রেজার চলছে এই খবরে প্রশাসন অভিযানে বের হয়। আমরা অভিযানে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছি। অভিযানে দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।
(ফাইল ছবি)