1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

শাল্লায় ইউপি সদস্য নূরুল হকের অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৮.১৯ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি, স্ত্রী ও বোনের নামে ভিজিটি ভাতা কার্ড করার প্রতিবাদে আটগাঁও ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য নূরুল হকের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ২ জুন (শুক্রবার) বেলা ৩ টায় উপজেলার শেষপ্রান্ত শ্যামারচর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন উজানগাঁও গ্রামবাসী।

মানববন্ধনে আবুল মিয়ার সভাপতিত্বে ও আনোয়ার হুসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মুজাহিদ মিয়া,জহির মিয়া,ময়না মিয়া, এমদাদুল মিয়া, এরশাদ মিয়া, সেলিম মিয়া, মতু মিয়া, রমজান মিয়া, মোস্তফা মিয়া প্রমুখ।

বক্তারা বলেন ৭নং ওয়ার্ড সদস্য নূরুল হক চলতি অর্থবছরে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ইস্যু করা নিজের স্ত্রী ও বোনের নামে দুইটি ভিজিটি ভাতার কার্ড করেন। এবং প্রতি মাসে ৬০কেজি চালও উত্তোলন করেন। এছাড়া ভিজিটি কার্ড করে দেওয়ার লোভ দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এবিষয়ে ৭নং ওয়ার্ড সদস্য নুরুল হক বলেন এটি একটি চক্রান্ত। নির্বাচনে পরাজিত হয়ে ১০-১২ জন মিলে মানববন্ধন করছে। আমার বোন জামাই খুবই গরিব আর স্ত্রী’র নাম ভুল বশত অনলাইনে ঢুকে গেছে। তবে ভিজিডি কার্ডে স্ত্রী’র নামের সংশোধনের জন্য আবেদন করেছেন বলে জানান ওই ওয়ার্ড সদস্য।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!