বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে আলাদা বজ্রপাতের ঘটনায় দুই কৃষক মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আমির আলী (৪৫) ও দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের ইসমাইল হোসেন (৪২)। তারা আলাদাভাবে হাওরে কাজ করার সময় বৃহষ্পতিবার সকালে মারা যান।
ছাতক থানার ওসি ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাও গ্রামের পাশের হাওরে সকালে মাছ ধরতে যান কৃষক আমির আলী। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে কিছুক্ষণ পর তাকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
এদিকে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, বৃহষ্পতিবার সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কচুয়াবিল হাওরে মাছ ধরতে যান এরুয়াখাই গ্রামের ইসমাঈল হোসেন। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তুতি নেওয়া হয়েছে।