স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে থেমে থেমে ভারী বর্ষণ ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়লেও এখনো জেলার সব নদীর পানি বিপৎসীমার নিচে আছে। এখনো বেশিরভাগ হাওর পানিশুন্য। তবে হাওরের ফসলরক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্ট কেটে দিলে হাওরে পানি প্রবেশ করানো উচিত বলে মনে করছেন কৃষকরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ শামসুদ্দোহা জানান, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১.৩৪ সেন্টিমিটার নিচে আছে। শুক্রবার সকালে সুরমা নদীর পানি ৬.৪৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এছাড়াও যাদুকাটা, কুশিয়ারা, ঝালুখালিসহ সব নদ নদীর পানি বিপৎসীমার নিচে আছে। তাছাড়া গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতও কম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে তিনি আরো জানান, আগামী ৭২ ঘন্টা সুনামগঞ্জ-সিলেটসহ উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে। উজানের ঢলে পানি বেড়ে বিপৎসীমা উপচিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।