স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বজ্রপাতে এক মৎস্যজীবী ও দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৭ জুন শনিবার সকালে শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল মালেক, বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামে ধোপাজান নদীতে বালু উত্তোলনের সময় সেলিম মিয়া ও জয়নাল মিয়া নিহত হন।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীতে বালু উত্তোলনের শনিবার সকাল ১০টার দিকে আকষ্মিক বজ্রপাতে জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া ও একই গ্রামের শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্থান্তরসহ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর দৌলতপুর গ্রামের আব্দুল মালেক অতনি বিলে মাছ ধরতে গিয়েছিলেন শনিবার সকালে। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার স্বজনরা জেলা প্রশাসনের মাধ্যমে আবেদন করে বিনা ময়না তদন্তে দাফনের জন্য প্রস্তুতি নিয়েছেন।
দিরাই থানার ওসি কাজী মোক্তাদীর জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে। পাশাপাশি তার মৃতদেহ প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে।