স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রধান নদী সুরমা কুশিয়ারাসহ সব নদ নদীর পানি এখনো বিপৎসীমার নিচে আছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৭.০৫ সেন্টিমটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমারি নচে। তবে উজানে বৃষ্টিপাতের কারণে আকষ্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র আরো জানিয়েছে, সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ৭৫ মিলিমিটার, ছাতকে ৮৫ মিলিমিটার, তাহিরপুরের লাউড়েরগড় পয়েন্টে ৪৮ মিলিমিটার এবং দিরাইয়ে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে ২০২২ সনের ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত প্রায় ২ হাজার ৪৫৮ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছিল। যার কারণে সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় শতভাগ এলাকা প্লাবিত হয়েছিল। তবে এবার চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত থাকায় এই আশঙ্কা নেই বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, উজানে ভারী বর্ষণ হচ্ছে। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিটিমার বৃষ্টিপাত হয়েছে। তবে পাউবোর আবহাওয়া বন্যা সতর্কীকরণ কেন্দ্র সুনামগঞ্জসহ উত্তর পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বলে জানান তিনি।