বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণে পানি বাড়লেও সব নদ নদীর পানি এখনো বিপৎসীমার নিচে। তবে গত ১২ জুন থেকে জেলার নদ-নদীতে পানি বাড়ছে। নদীতে পানি বাড়লেও হাওরের ফসল রক্ষা বাঁধের কারণে পানির আধার হাওরে পানি নেই। তাই এসব বাঁধ কেটে হাওরে পানি প্রবেশের সুযোগ করে দিচ্ছে প্রশাসন। দেশি মাছ যাতে ডিম ছাড়ে এবং নদীর উপর পানির চাপ কমে এ জন্য হাওরে পানি প্রবেশ করানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
শনিবার দুপুরে শাল্লা উপজেলার দাড়াইন নদী তীরে নির্মিত ছায়ার হাওরের ফসলরক্ষা বাধের কয়েকটি অংশ কেটে বৃহত্তম ওই হাওরে পানি প্রবেশ করানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের নেতৃত্বে প্রশাসনের সংশ্লিষ্টরা ভেরাডহর, মাউতি বাঁধসহ কয়েকটি বাঁধ কেটে দেন। এছাড়াও একটি স্লুইস গেট কেটে দেন। একই সময়ে তাহিরপুর উপজেলার বৃহত্তম হাওর শনির হাওরের কয়েকটি বাঁধ কেটে দিয়ে ওই হাওরে পানি প্রবেশ করানো হয়।