স্টাফ রিপোর্টার::
গত ১০ দিন ধরে ভারী, মাঝারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ নদীল পানি বাড়লেও হাওরে পর্যাপ্ত পানি নেই। তবে গত শনিবার নদ নদীর পানি সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধিরে ধিরে ডুকতে দেখা গেছে। পুরাতন সুরমার পানি দাড়াইন ও কালনী হয়ে দিরাই শাল্লা উপজেলা নিয়ে বিস্তৃত উদগল হাওরে ফসলরক্ষ বাঁধ উপচে ও ভেঙ্গে পানি প্রবেশ করছে। এতে স্বস্থি প্রকাশ করছেন হাওরবাসী। তবে এখনো শাল্লায় হাওরে স্বাভাবিক নৌ যাতায়াত চালু হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, গত সপ্তাহে আমরা ছায়ার হাওরে পানি ডুকানোর জন্য বাধ কেটে ও স্লুইসগেট খুলে পানি ডোকানো শুরু করেছিল। এখনো ছায়ার হাওর পানিতে পূর্ণ হয়নি। তবে নদীতে পানি বাড়ায় হাওরের বাধ উপচে, ভেঙ্গে বিভিন্ন স্থানে পানি প্রবেশ করছে। এতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। হাওরে ভরা বর্ষা হলে যোগাযোগসহ স্বাভাবিক জীবন যাপন সহজ হয় বলে জানান তিনি।