স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহার দিন প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্টিত হবে এই ঈদগাহে। এছাড়াও ষোলঘর ঈদাগে সকাল ৮.১৫ মিনিটে, আরপিননগর ঈদগাহে ৮.১৫, তেঘরিয়া ঈদগাহে সকাল ৮.৩০ মিনিটে, হাছননগরে সকাল ৮.০০টায়, পুলিশ লাইনে সকাল ৮.১৫ মিনিটে, সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টায়, মোহাম্মদপুর জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায়, বড়পাড়া ঈদগাহে সকাল ৮.৩০ মিনিটে, মল্লিকপুর বাসস্টেন্ডে সংলগ্ন ঈদগাহে সকাল ৮.৩০ মিনিটে, কালিপুওে সকাল ৮টায়, বলাকা জামে মসজিদে সকাল ৮.৩০ মিনিটে, নবীনগরে সকাল ৮টায়, জেলা কারাগার জামে মসজিদে সকাল ৮টায় এবং কারাগার অভ্যন্তরে সকাল ৮.৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও সকাল ৮টা থেকে ৯টার মধ্যে জেলার সব উপজেলা ও উপজেলার বিভিন্ন ঈদগাহ ও জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মোশারফ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশন ঈমাম মোয়াজ্জিমদের মাধ্যমে জামাতের সময়সূচি সংশ্লিষ্ট এলাকায় পাঠিয়ে দিয়েছে। মুসলিম উম্মাহর এই উৎসব শান্তিপূর্ণ ও বরকতময় হোক এই প্রত্যাশা আমাদের।