হাওর ডেস্ক::
জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলি, হামলাকারী ও কর্মী নিহত
সৌদি নিরাপত্তা বাহিনী জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। এ ছাড়াও হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির সময় কনস্যুলেটের এক নেপালি কর্মী নিহত হয়। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। নিহত নেপালি ব্যক্তি কনস্যুলেটের নিরাপত্তারক্ষী ছিলেন বলে জানা গেছে।
এসপিএ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি অনুযায়ী তাকে মোকাবেলা করার উদ্যোগ নেয়। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ব্যক্তি মার্কিন কূটনৈতিক চত্বরের কাছে গাড়ি থামায় এবং একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। আততায়ী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির ফলে একজনের মৃত্যু হয়। এ ছাড়া মার্কিন কনস্যুলেটের একজন নেপালি কর্মী গুলি বিনিময়ের সময় আহত হন এবং পরে মারা যান।