স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে তুমুল বৃষ্টির কারণে ঈদগাহের বদলে বিভিন্ন মসজিদে খন্ড খন্ড ভাবে ঈদুল আজহার জামাত অনুষ্টিত হয়েছে। ২৯ জুন বৃহষ্পতিবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এখনো চলমান আছে বৃষ্টি। এদিকে বৃষ্টির কারণে কোরবানি দিতে গিয়ে ভোগান্তিতে পরেছেন মুসলিমরা। ভারী বর্ষণের কারণে বিঘ্নিত হচ্ছে কোরবানি। কোরবানির জন্য বাসাবাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় বিলম্বিত হচ্ছে কোরবানি।
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মোশারফ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশন ঈমাম মোয়াজ্জিমদের মাধ্যমে জামাতের সময়সূচি সংশ্লিষ্ট এলাকায় পাঠিয়ে দেয়া হয়েছিল। তবে বৃষ্টির কারণে সব এলাকার ঈদগাহে জামাত হয়নি। খন্ড খণ্ডভাবে মসজিদে ঈদের জামাত হয়েছে। এখন মুষলধারে বৃষ্টির কারণে কোরবানি দিকে গিয়ে ভোগান্তিতে পরেছেন অনেকে।