স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ৩৫,৭৫০/- টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জিন্নাতুল ইসলাম তালুকদার ১৮-০৭-২৩ খ্রিঃ বিকাল ০৫:৫৫ ঘটিকায় সুবর্ননগর গ্রাম থেকে তাদের আটক করে। ইয়াবাসহ আটককৃতরা হলেন, মোশাহিদ মিয়া ও তার স্ত্রী লাকী বেগম (৩৫)। আটককৃতদের বসতঘরে তল্লাশি করে তাদের হেফাজতে থাকা একটি ঔষধের কৌটায় রক্ষিত ৫২ (বায়ান্ন) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৩৫,৭৫০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত স্বামী স্ত্রীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।