স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ইজারা এলাকার বাইরে ভারতীয় সীমানা থেকে পাথর উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক শ্রমিক। আবুল হাসেম (৩২) নামের ওই শ্রমিক উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের মুহাম্মদ আলীর ছেলে। বৃহষ্পতিবার ভোরে প্রবল বাতাসের বেগে নৌকাটি ডুবে গেলে তিনি মারা যান। উল্লেখ্য প্রশাসনিক উদাসীনতায় ইজারাদারের লোকজন সীমানার বাইরে গিয়ে যাদুকাটায় বালু পাথর আহরণ করছে মর্মে একাধিক লিখিত অভিযোগ আছে।
লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার খন্দকার রায়হান গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাদেশ অংশের ৪’শ গজ অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটেছে। তিনজন শ্রমিক একটি বারকি নৌকায় ছিল। তাদের মধ্যে সাঁতার না জানার কারণে শ্রমিক হাসেম পানিতে ডুবে মারা যান।’
স্থানীয় বারকি শ্রমিক আজিজুল বলেন , ভোররাতে বাতাসের সঙ্গে খুব বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বারকি নৌকাটি ডুবে যায়। আমরা সাঁতরে তীরে উঠলেও আবুল হাসেম পানিতে তলিয়ে যায়। পরে ভোর সাড়ে চারটার দিকে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।