1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

কাতারে জাতীয় শোক দিবস পালন

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৮.২০ এএম
  • ৭৬ বার পড়া হয়েছে

মোবারক হোসাইন. কাতার থেকে
বাংলাদেশ দূতাবাস দোহায় ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার জাতীয় শোক দিবস এবং স্বধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাব গম্ভীর্যের সাথে পালিত হয়েছে।

শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে। কাতারে বাংলাদেশের মান্যবর
রাষ্ট্রদূত মো : নাজরুল ইসলাম দূতাবাসের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের নেতৃবৃন্দ এবং কাতার প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত পরর্বতীতে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের সকল কর্মকতা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর তিনি দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময়, বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখা সহ রাজনৈতিক – বিভিন্ন বাংলাদেশি সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

জাতীয় শোক দিবস ২০২৩
উপলক্ষে মান্যবর রাষ্ট্রদূত মো :
নজরুল ইসলামের সভাপতিত্বে
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কমিউনিটি নেতা মোহাম্মদ ইসমাইল মিয়া, শফিকুল ইসলাম তালুকদার বাবু,
ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন,জাকির হোসেন বাবু, ই এম আকাশ, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, ইঞ্জিনিয়ার আবু রায়হান, রাজ রাজিব, আলামিন খান, মোহাম্মদ শাহ আলম, আহমদ মালেক,
মহিউদ্দিন চৌধুরী, শফিকুল ইসলাম প্রধান প্রমুখ৷

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!