স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর আউশকান্দি মহাসড়কের কাটাগাঙ নদীর বেইলি সেতু ভেঙ্গে ট্রাক নদীতে পরে চালক ও হেল্পার মারা গেছেন। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটার পর পুলিশ সন্ধ্যায় চালক ও হেল্পারের মৃতদেহ উদ্ধার করে। নিহত চালকের নাম ফারুক মিয়া এবং হেল্পারের নাম জাকির হোসেন।
সুনামগঞ্জের সঙ্গে ঢাকার বিকল্প যোগাযোগে এই সড়কটি ব্যবহৃত হয়। সেতু ভেঙ্গে যাওয়ার ফলে রাজধানী ঢাকার সঙ্গে বিকল্প যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ঢাকা থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে আসা একটি মালবাহী ট্রাক পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের দিয়ে যাওয়ার সময় জগন্নাথপুরের ইছগাঁও কাঁটাগাঙের স্টিলের বেইলি সেতুতে উঠলেই সেতু ভেঙে ট্রাকটি নদীর পানিতে তলিয়ে যায়। এঘটনায় ট্রাক চালকসহ ট্রাকে থাকা হেল্পার নিখোঁজ হন। সন্ধ্যায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, সেতু ভেঙে যাওয়ার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সংঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জবাসীর। তবে এই সড়ক রাজধানী ঢাকার সঙ্গে বিকল্প যোগাযোগের সড়ক বলে জানান তিনি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সেতু ভেঙে ট্রাক চালক ও হেলপার নিখোঁজ হওযার পর আমরা সন্দ্যায় তাদের উদ্ধার করেছি। তাদের বাড়ি ভোলাগঞ্জ এলাকায়।