স্টাফ রিপোর্টার::
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দিরাইয়ের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘টিপু হালদার’। এছাড়াও সিলেট বিভাগের শ্রেষ্ঠ পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মনোনিত হয়েছেন সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিন্টেন্ডেন্ট ‘অনিতা রায়’, এবং শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর মনোনিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট সুনামগঞ্জের ইন্সট্রাক্টর সাধারণ ‘হাসান মামুন’। সর্বমোট ১৮টি ক্যাটাগরীতে শ্রেষ্টত্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জের এই তিনজন শ্রেষ্টত্ব অর্জন করেন। এছাড়াও বিভাগের শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ উপজেলার শ্রেষ্ট এস.এমসি নির্বাচিত হয়েছে আধকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সিলেট জেলার চারটি জেলার মোট ৩৮ টি উপজেলা/থানার সংশ্লিষ্ট উপজেলা ও জেলার শ্রেষ্ঠ মনোনিত প্রার্থীরা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা শেষে এখন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পেলেন তাঁরা। বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার সিলেট আবু আহমদ ছিদ্দীকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।