স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে মানবন্ধন করেছে সুনামগঞ্জ ফল ব্যবসায়ী সমিতি। বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী সভায় বক্তারা খায়রুল হুদা চপলের দ্রুত মুক্তি ও মামলা থেকে তাকে অব্যাহতির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ফল ব্যবসায়ী সমিতির সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেনি আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আলিম মিয়া, আলী ফয়সল, অহিনুর আহমদ, হুমায়ূন মিয়া, মনতাজ আলী, নান্টু রায়, সজিব রায় প্রমুখ।
মানববন্ধনে ফল ব্যবাসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খায়রুল হুদা চপলের দ্রুত মুক্তির দাবি জানান।
উল্লেখ্য গত ২ আগস্ট ঢাকা বিমান বন্দরে হাওররক্ষা বাধের কাজে অনিয়মের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় খায়রুল হুদা চপলকে গ্রেফতার করে