বিশেষ প্রতিনিধি::
জাতীয়তবাদী দল বিএপির ডাকা আগামীকাল রোববারের হরতাল প্রত্যাখান করে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার রাত ৮ টায় জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র নাদের বখত, সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, দফতর সম্পাদক বিমান কান্তি রায়, সদস্য সহ সভাপতি হাজি আবুল কালাম,
স্বেচ্ছাসেবক লীগের সেত্রেটারি জুবের আহমদ অপু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির আন্দোলন জনগণ প্রত্যাখান করেছে। তাই তারা আবারও জ্বালাও, পোড়াও ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা করেছে, পিটিয়ে হত্যা করেছে, গাড়িতে আগুন দিয়েছে।
বক্তারা বলেন, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জানমালের ক্ষতি করেও তারা ক্ষান্ত হয়নি। দেশের উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিতে এবার দেশবিরোধী হরতাল আহ্বান করেছে। আওয়ামী লীগ জণগণকে নিয়ে এই গণবিরোধী হরতাল প্রত্যাখান করবে।