স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হরতালের সমর্থনে পিকেটিংকালে উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহাদাত হোসেন কামরানসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার পাগলাবাজার থেকে যানবাহন চলাচলে বাধা প্রদান করায় তাদেরকে আটক করা হয়।
শান্তিগঞ্জ থানার ওসি তারেক চৌধুরী জানান, সড়কে যানবাহন চলাচলে বাধা প্রদান করায় বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। হরতালের নামে তারা নৈরাজ্য করার চেষ্টা করেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এদিকে হরতালের সমর্থনে রবিবার সকাল থেকেই সুনামগঞ্জ জেলা বিএনপি পুরাতন বাসস্টেশনে অবস্থান নেয়। তারা সড়কে চেয়ার নিয়ে শান্তিপূর্ণভাবে পিকেটিং করে। এসময় পুরাতন বাস-স্টেশনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিকে বিএনপির হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগসহ প্রতিটি উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। হরতাল চলাকালে সুনামগঞ্জের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।