বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা দাড়াতেই পারেনি। জেলা শহর সহ প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ টহল দিচ্ছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের পুরাতন বাসস্টেশনে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির নেতাকর্মীরা দাড়ানোর চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এসময় জেলা বিএনপির সহসভাপতি রাকাব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। যানবাহন চলাচলে বাধা জানমালের ক্ষতি করলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যানবাহন চলাচলে বাধা দিলে আমরা ২০ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।