বিশেষ প্রতিনিধি::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে এবার ২২ জন দলীয় প্রার্থী ও ৭জন স্বতন্ত্র প্রার্থী চূড়ান্ত ভোটযুদ্ধে নেমেছেন। ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। দলীয় প্রার্থীরা নিজস্ব প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ঈগল, কেটলি, কাচিসহ নানা প্রতীক। প্রতীক পাবার পরই সমর্থকরা প্রচারণায় নেমেছেন।
সুনামগঞ্জ ১ আসনে ৮ জন, সুনামগঞ্জ ২ আসনে ৩ জন, সুনামগঞ্জ ৩ আসনে ৪ জন, সুনামগঞ্জ ৪ আসনে ৫ জন এবং সুনামগঞ্জ ৫ আসনে ৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। সুনামগঞ্জ -১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার (নৌকা) প্রতীক, বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন (কেটলী) অপর স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ (ঈগল) প্রতীক পেয়েছেন। এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব), জাতীয় পার্টি প্রার্থী আব্দুল মান্নান তালুকদার (লাঙ্গল), তৃণমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী (সোনালী আঁশ), গণ ফ্রন্টের জাহানুর রশীদ (মাছ) ও সুপ্রিম পার্টির মো. হারিছ মিয়া (একতারা) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল আমীন চৌধুরী (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা এমপি (কাঁচি) ও মিজানুর রহমান (ঈগল) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি(নৌকা), বাংলাদেশ জাতীয় পার্টি প্রার্থী তালুকাদার মো. মকবুল (কাঁঠাল), জাতীয় পার্টি প্রার্থী তৌফিক আলী (লাঙ্গল) এবং তৃণমূল বিএনপি প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরী দলীয় প্রতীক (সোনালী আঁশ) পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে পিপলস পার্টিও মোহাম্মদ দেলোয়ার (আম) প্রতীক, আওয়ামী লীগ প্রার্থী ড. মোহাম্মদ সাদিক (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ এমপি (লাঙ্গল) স্বতন্ত্র প্রার্থী এনামুল কবির ইমন (ঈগল) ও অপর স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন (কাঁচি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সুনামগঞ্জ -৫ (ছাতক ও দোয়ারা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক এমপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শামিম আহমেদ চৌধুরীকে (ঈগল) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও গণফোরাম প্রার্থী আয়ূব করম আলী (উদীয়মান সূর্য), পিপলস পার্টি আজিজুল হক (আম), সুপ্রিম পার্টির আবু সালেহ (একতারা), জাতীয় পার্টি জেপি প্রার্থী এডভোটেক মনির উদ্দিন (বাইসাইকেল), বিএনএফ প্রার্থী, মো. আশরাফ হোসেন (টেলিভিশন), জাতীয় পার্টি প্রার্থী নাজমুল হুদা হিমেল (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী হাজী আব্দুল জলিল (গামছা) প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দ শেষে আচরণ বিধি বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী অবহিতকরণ সভা করেন।
প্রতীক বরাদ্দের ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, দলীয় প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়ে তাদেরকে আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন প্রস্তুত।