বিশেষ প্রতিনিধি::
কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে সাড়া ও সহযোগিতা না পেয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন সুনামগঞ্জ-১ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে তিনি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ছিলেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সনেও তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন। ২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাঙ্গল প্রতীকে মনোনয়ন পাবার পর আমি নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছি। তৃণমূল থেকেও বেশ সাড়া পাচ্ছি। কিন্তু প্রচার প্রচারণাসহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেও কোন সাড়া পাচ্ছিনা। তারা আমাকে কোন সহযোগিতা করছেন না। এতে আমার মনে হচ্ছে ও আমি ষ্পষ্ট বৃঝতে পারছি আসন ভাগাভাগি ও প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমি দ্বাদশ সংসদ নির্বাচন থেকে নিজেই সরে দাঁড়ালাম।
আব্দুল মান্নান তালুকদার জামালগঞ্জের ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। তিনি দুইবারের ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির সাথে একনিষ্ঠ ভাবে কাজ করছেন। তাই এবারও তাকে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়েছিল।
সাংবাদিক সম্মেলনে প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মীসহ প্রার্থীর স্বজনরাও উপস্থিত ছিলেন।