বিশেষ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান তার নিজ উপজেলা শান্তিগঞ্জে শেষ নির্বাচনী জনসভায় বলেছেন, আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে সুনামগঞ্জকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশের বুকে সুনামগঞ্জ জেলা হবে একটি উন্নত ও আধুনিক জেলা। শেখ হাসিনার সরকার ছাড়া কোন সরকার গরিবের জন্য ভাবেননি। শেখ হাসিনা ক্ষমতায় আসলে গরিব সম্মান ও মর্যাদা পায়। তাই আমাদের হাওরের বন্ধু, সেবক, খাদেম, বোন, মা শেখ হাসিনাকে আগামী ৭ জানুয়ারি সারাদিন সঠিকভাবে ভোট দিয়ে বাংলাদেশের গরিব, শ্রমিক, মজুর, কৃষকের সম্মান ও মর্যাদা বৃদ্ধিকারী নেতা শেখ হাসিনার পাশে দাড়াতে হবে।
৩ জানুয়ারি বুধবার বিকেলে শান্তিগঞ্জে মন্ত্রীর বাড়ির সামনে সরকারি মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমএ মান্নান আরো বলেছেন, সুনামগঞ্জের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি আছে। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা গরিব, শ্রমিক, কৃষক, মজুর, নারীদের জন্য কাজ করেছেন। সাধারণ মানুষের উপকারে কাজ করায় একটি মহল তাকে হিংসে করে। এই প্রতিহিংসাকারীদের গ্রামে এসে মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই। বিএনপির নেতৃত্বে এই মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সড়িয়ে দিতে চায়।
বুধবার বিকেলে মন্ত্রীর নির্বাচনী এলাকা শান্তিগঞ্জে তার বাসভবনের সামনে নিজ উপজেলার সর্বশেষ নির্বাচনী জনসভায় এই বক্তব্য দেন তিনি। এসময় সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরাও বক্তব্য দেন। সমাবেশে বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ মান্নান বিএনপির উদ্দেশ্যে বলেন, কুচক্রি মহল শেখ হাসিনাকে সড়াতে ষড়যন্ত্র করছে। যেভাবে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে বাংলাদেশের গরিব মানুষের পেটে লাথি মেরেছিল তারাই শেখ হাসিনাকে হটাতে চায়। তিনি বলেন, তারা চায় শেখ হাসিনা সড়ে গেলে দেশের সম্পদ লুট করা যাবে, বিদেশে পাচার করা যাবে, নির্বিবাদে খাওয়া যাবে। মন্ত্রী বলেন, গত দেড় বছর ধরে বিএনপি ষড়যন্ত্র করছে আমাদের উৎখাত করতে। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র ও অন্যায় ডাকে সাড়া দেয়নি। তারা ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলন শেষ হয়ে গেছে। এখন তারা বিদেশে গিয়ে বড় বড় রাষ্ট্রের কাছে নালিশ দিচ্ছে। যারা অতীতে আমাদের সম্পদ লুট করেছে, তাদের কাছে নালিশ দিচ্ছে। মন্ত্রী বলেন, আমরা বিদেশিদের খাইনা। আমাদের দেশ আমাদের আইনে চলবে। বিএনপির কিছু বলার থাকলে লন্ডন আমেরিকা নয় ঢাকায় এসে বলুক।
বিএনপি আগামী নির্বাচন ভ-ুল করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে আগামী নির্বাচন ভ-ুল করতে চায়। তারা চাচ্ছে ভোটার উপস্থিতি কম দেখাতে। যাতে তারা আবারো বিদেশিদের কাছে বলতে পারে শেখ হাসিনার উপর দেশের মানুষের আস্তা নেই। তিনি বলেন, বিএনপির এই অপকৌশলের বিরুদ্ধে আমেরিকা-লন্ডনের লোক দাড়াবেনা। আমাদের বন্ধু, সেবক, খাদেম, বোন, মা ও পরীক্ষীত মানবিক নেতা শেখ হাসিনার জন্য আমাদেরকেই তার পাশে দাড়াতে হবে। তিনি বলেন, যেভাবে ১৯৭১ সনে আমরা উনার পিতার ডাকে উনার পাশে দাড়িয়ে বাংলাদেশকে মুক্ত করেছিলাম সেইভাবে এবার গণন্ত্রের সংগ্রামে শেখ হাসিনার পাশে দাড়াবো। তাই আগামী ৭ জানুয়ারি সারাদিন ভোট দিয়ে বাংলাদেশের গরিব, শ্রমিক, মজুর, কৃষকের সম্মান ও মর্যাদা বৃদ্ধিকারী নেতা শেখ হাসিনার পাশে দাড়াতে হবে।
সাত জানুয়ারির ভোট বিষয়ে তিনি বলেন, সারাদিন লাইনে দাড়িয়ে শেখ হাসিনাকে ভোট দিবেন। ভোটে কোনও কারচুপি হবেনা। আপনারা সঠিকভাবে ভোট দিবেন। আমাদের প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে ভোট নিবে। এই ভোট দিয়ে আমরা যেন দুনিয়াকে দেখিয়ে দিতে পারি আমরা শেখ হাসিনার নেতৃত্বে জাতি হিসেবে ঐক্যবদ্ধ।