ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুড়িকাহনিয়া পালপাড়া গ্রামের সামনে থাকা সেতুর ওপর উঠার সময় যাত্রীবাহী একটি মিশুক উল্টে গিয়ে ঈমন মিয়া নামের আটবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের ফারুক মিয়া (৩০) পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের দাওয়াত খেতে শুক্রবার সকালে পাশের নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়মাধব গ্রামে যান। শনিবার সকাল ১১টার দিকে বিয়ে বাড়ি থেকে যাত্রীবাহী মিশুক দিয়ে ফারুক পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। মিশুকটি বেলা ১২টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া পালপাড়া গ্রামের সেতুর ওপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিশুকটি উল্টে যায়। এতে আটবছর বয়সী শিশু ঈমন ও তাঁর বাবা ফারুক মিয়া (৩০)আহত হন। গুরুতর আহত অবস্থায় ঈমনকে তাৎক্ষণিকভাবে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ঘটনার পর পরই চালক মিশুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
ধর্মপাশা থানার এসআই দিদার উল্লাহ বলেন,মিশুক চালক ঘটনার পর পরই চালক মিশুকসহ পালিয়ে গেছে। শনিবার বেলা সোয়া দুইটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির লাশটি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।