স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তরুণ কবি আপন দেবনাথের প্রথম কাব্যগ্রন্থ ‘চোখকে ধন্যবাদ, মনকে এড়ানোর জন্য’ পাওয়া যাচ্ছে একুশে বইমেলায়। আনন্দম প্রকাশনীর ৪৮২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইন পরিবেশক রকমারিসহ অফলাইনেও কবির সঙ্গে যোগাযোগ করে আগ্রহীরা বইটি সংগ্রক করার সুযোগ রয়েছে।
সুনামগঞ্জের হাওর উপজেলা ধর্মপাশার সন্তান আপন দেবনাথ স্কুল ম্যাগাজিন দিয়েই কবিতাচর্চা শুরু করেন। যদিও সেই লেখা ম্যাগাজিনে ছাপা হয়নি। স্কুলের গ-ি পেরিয়ে সিলেট পলিটেকনিক কলেজে অধ্যায়নের সময় লেখালেখির আগ্রহ বাড়ে। ২০১৬ সালে মনোজগতে ভীষণ ধাক্কা দেয় কবিতা। কবিতায় নিজের জীবনের সঙ্গে সকল জীবনকে একরেখায় ধরার চেষ্টা করেন তিনি। হাওরের লোকসংস্কৃতি, লোকাচার ও মরমী গানের গরিমা তার কবিতাকে ঋষ্টপুষ্ট করেছে। এই প্রতিধ্বনীরই স্বাক্ষর রয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘ ‘চোখকে ধন্যবাদ, মনকে এড়ানোর জন্য’তে।