স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম নজরুল ইসলামের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা মিলে তার অপসারণ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিরাই উপজেলা পরিষদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সদস্যরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নিয়ে ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন স্থানীয় সরকারের টিআর, কর্মসৃজনসহ সব প্রকল্পে কমিশন না দিলে বিল আটকে দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম নজরুল ইসলাম। তাকে কমিশন দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা যথাযতভাবে কাজ করাতে পারেন না। তাই অবিলম্বে তাকে অপসারণ করে স্থানীয় সরকারের উন্নয়ন প্রকল্পে যথাযতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান স্থানীয় সরকারের এসব নির্বাচিত জনপ্রতিনিধিরা।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রফিনগর ইউপি চেয়ারম্যান শৈলেন চন্দ্র তালুকদার, তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ, করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, রাজানগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ প্রমুখ।
তার বিরুদ্ধে ব্যব্সথা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরও লিখিত অভিযোগ দেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।