হাওর ডেস্ক::
ঋণের চাপ সইতে না পেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সায়মা বেগম (৩৩)। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে ঘটনটি ঘটে। খবর পেয়ে পুলিশ বসতঘর থেকে দুই শিশুসন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
পুলিমের ধারণা, প্রথমে দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর মৃত্যু নিশ্চিত করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ওই মা।
নিহত অন্যরা হলো সায়মার মেয়ে ছাইমুনা (১১) ও ছেলে তাওহীদ (৭)। সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদিপ্রবাসী।
প্রবাসী আলী মিয়ার বোন বলেন, ‘আমার ভাই ঋণগ্রস্ত ছিল। এ নিয়ে ভাবির প্রতি চাপ ছিল।
সে মানসিকভাবে চিন্তিত ছিল। এ কারণে এমনটি করতে থাকতে পারে ভাবি।’
সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বামীকে সৌদি আরবে পাঠানোর জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন সায়মা। কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে দুই শিশুসহ মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে আরো বিস্তারিত বলা যাবে।