স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে গানে গানে সুরে সুরে মানুষকে ভজনা করে সম্পন্ন হয়েছে মানুষ উৎসব। ১ মার্চ রাতে ‘মনের মানুষ অতি ধারে’ এই প্রতিপাদ্যে শান্তিগঞ্জের উজানীগাও এই লোকগানের ব্যতিক্রমী আসর বসেছিল। আসরে ভারত ও বাংলাদেশের লোকগানের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। তারা গানে গানে মানবতা, প্রেম, দ্রোহ ও মানুষের মহিমাকীর্তন করেন। হাজারো দর্শক উৎসবটি উপভোগ করেন। বরাবরের মতো এবারও উজানীগাওয়ের বাউল শাহ আবদুল করিমের শীষ্য বাউল অনুরাগী ফকির আব্দুল কুদ্দুছের উদ্যোগে লাল শাহ সঙ্গীতালয় উৎসবের আয়োজন করে।
উৎসবের শুরুতে অনুষ্ঠানের মহাতœ্য ও লোকগান নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। তারা এমন বিরল মানুষ উৎসবের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
উৎসবে সঙ্গীত পরিবেশন করেন ভারতের কলকাতার লোকগানের শিল্পী প্রসেনজিৎ বিশ্বাস, শেখর দাস, ভারতের নদীয়ার বাউল শিল্পী চৈতন্য ম-ল ও বিপদ ভঞ্জন মালাকার। বাংলাদেশি শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বাউল আব্দুল ওয়াদুদ, শীতন কান্তি দাস, আলী আকবর, সঞ্জিত দাস, আশরাফুল কবির, কুলসুমা বেগম, আজিজ রেজা, জমির হোসেন, নন্দগোলাপ গোপ, পূর্ণিমা আক্তার, লায়লা আক্তার, রিপন উদাসী, ঝলক চৌধুরী, বিমান তালুকদার প্রমুখ।
শুক্রবার বিকাল ৪টা থেকে রাতভর গান পরিবেশন করেন বাউলরা। এছাড়াও লোকদল, শাপলা, ব্রজকিশোর ধামাইল সংঘ ও মেঠোসুর ধামাইলগান পরিবেশন করে।
এর আগে আলোচনাসভায় বক্তব্য দেন সিলেট লিডিং ইউনিভার্সিটির কন্ট্রোলার, কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, বাউল লাল শাহ, সাংস্কৃতিক সংগঠক শ্যামল দে, কবি মেকদাদ হোসেন চৌধুরী প্রমুখ।