স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সকালে সুযোর্দয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণির কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
রবিবার সকালে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট চান মিয়া,অ্যাডভোকেট আব্দুল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট স্বপন রায় সপু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান টিপু, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, শ্রম বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপ—প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সদস্য ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সদস্য লিটন সরকার, শাহারুল আলম আফজল, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু প্রমুখ।