স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নিত্যপণ্যের মূল্য কমেছে। মাইকিং করে শহরের বিভিন্ন পয়েন্টে পেয়াজ কেজি প্রতি ৫০ টাকা বিক্রি হচ্ছে। আমদানিকৃত রসুন ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু ২০-৪০ টাকা হালি এবং শষা ৫০ কেজি বিক্রি হচ্ছে। দুইদিন আগেও এসব পণ্য দ্বিগুন দামে বিক্রি করছেন বিক্রেতারা। এছাড়া তরমুজ ও খেজুরের দামও কমেছে। তরমুজ ১৫-২০০ টাকা এবং খেজুর সর্বনি¤œ ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু দোকানে এখনো ১৫-২০ টাকা বেশি কেজি দরে এসব পণ্য বিক্রি করছেন দোকানদাররা।
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা শহরের খুচরো ও পাইকারি দোকানে গিয়ে এই মূল্যে উক্ত পণ্য বিক্রি হতে দেখা গেছে।
সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন বলেন, আমরা নিয়মিত বাজার তদারকি করছি। এই অভিযান অব্যাহত থাকবে।