স্টাফ রিপোর্টার::
হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ ৯৮ ভাগ শেষ হয়েছে এমন দাবি প্রত্যাখান করে সংবাদ সম্মেলনে করেছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন।
দুপুরে সুনামগঞ্জ শহরের তাদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন সংগঠনের নেতারা সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের ১ মাস পার হয়ে গেলেও এখনো অনেক হাওরে বাঁধের কাজ চলমান রয়েছে। বাঁধ গোড়ায় ঘাস বা জিয়ো ব্যাগ লাগানো হয়নি। তড়িগড়ি করে বাঁধের কাজ করায় বাঁধ পানির চাপ সামলাতে সক্ষম নয়। পাহাড়ি ঢল বা আগাম বন্যার পূর্বাভাস থাকায় ফসলের সুরক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অনতিবিলম্ব বাঁধের কাজ শেষ করতে পাউবো ও সংশ্লিষ্ট প্রশাসনকে তাগাদা জানিয়েছেন সংগঠনের নেতারা।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি এডভোকেট স্বপন কুমার দাশ রায়,সহ সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু।