অনলাইন::
নিজস্ব ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড ছাপানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার থেকে নিজস্ব জনবল দিয়ে স্মার্ট কার্ড ছাপানোর কাজ শুরু হয়েছে বলে দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন সভা শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন।
চুক্তি অনুযায়ী ফ্রান্সের কোম্পানি অবার্থুর কাজ করতে না পারায় একমাসের বেশি সময় ধরে স্মার্ট কার্ড ছাপানো বন্ধ ছিল।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশন স্মার্ট কার্ড প্রিন্টের কাজ নিজেই করছে। আজ (রবিবার) থেকেই এর কাজ শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমানে কমিশনের কাছে ৭.৫ মিলিয়ন ব্ল্যাংক কার্ড আছে। সেগুলো দিয়েই প্রিন্টের কাজ আপাতত চালিয়ে যাওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে ইসি ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘গত জুনের ৩০ তারিখে তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ইসি তাদের সঙ্গে এ চুক্তি আর নবায়ন করেনি।’
তাদের বিরুদ্ধে আইনগত কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাইলে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘তাদের সঙ্গে আমাদের টাকা পয়সার যে লেনদেন আছে, আইনি যে বিষয়গুলো আছে, সেগুলো একজন আইনজীবীকে দিয়ে যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কমিশন সভায় স্মার্ট কার্ডের বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে ইসি ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘কমিশন স্মার্ট কার্ড বিতরণের জন্য চোখের আইরিশ এবং দশ আঙুলের ছাপ নেওয়ার যে মেশিন কেনার কথা, তার জন্য অনুমোদন দিয়েছে। এ ক্ষেত্রে প্রত্যেকটি উপজেলার জন্য একটি করে আইরিশ এবং একটি করে ফিঙ্গার প্রিন্ট মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে।’