1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে বাস পড়ে, নিহত ২৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৯.৪৯ এএম
  • ৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই।
৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর উত্তরাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন মারা গেছেন। আর আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, রোববার (২৮ এপ্রিল) গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ময়লা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

আরও পড়ুন: মেক্সিকোয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৮

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ২৩ জনের নিহত হওয়ার কথা জানানো হলেও পরে এই তথ্য হালনাগাদ করে ২৫ জন বলে জানানো হয়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায়।আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছেন।

উদ্ধার ও দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া এই দুর্ঘটনা ও প্রাণহানির পর সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে।

আরও পড়ুন: পেরুতে ‘এলিয়েন’র হামলা, আতঙ্কে গ্রামবাসী

২০২৩ সালে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!