স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সর্বোচ্চ বিদ্যায়তন শাল্লা ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যাপক রূপচাদ দাস গত উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জামানত হারানো পরাজিত প্রার্থী দীপু রঞ্জন দাস কর্তৃক মারধরের প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছেন এলাকাবাসী। কর্মসূচিতে ওই শিক্ষকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও অংশ নিয়ে নিন্দা ও ঘৃণা জানিয়ে দীপুর বিচার দাবি করেন। গত রবিবার দীপু রঞ্জন দাস ও তার দোকান কর্মচারী কলেজ শিক্ষককে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় শাল্লা উপজেলায় নিন্দার ঝড় বইছে।
মঙ্গলবার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিল পরবর্তী পথসভায় বক্তারা অবিলম্বে দীপুকে আইনের আওতায় নেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সুধাকর দাস, শ্রীবাস দাস, মো. আব্দুর রব, বদর উদ্দিন আহমদ, রজত কান্তি দাস, অনুজিত দাস প্রমুখ।