স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শাল্লা ডিগ্রি কলেজের অধ্যাপক রূপচাদ দাসকে মারধরের মামলার তালিকাভূক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শহিদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন শাল্লা ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তারা অবিলম্বে হামলাকারী দীপুরঞ্জন দাস ও তার দোকান কর্মচারীকে গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য গত রবিবার শাল্লা ডিগ্রি কলেজের অধ্যাপক রূপচাদ দাসকে মারধর করেন সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী দীপুরঞ্জন দাস ও তার দোকান কর্মচারী। এ ঘটনায় আহত কলেজ শিক্ষক দীপু রঞ্জন দাসকে প্রধান আসামি করে তিনি শাল্লা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার বিচারের দাবিতে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেন সচেতন এলাকাবাসী।
বুধবার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সন্তান হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা সেকুল মিয়া, শ্রীবাস দাস, সুধাকর দাস, শাল্লা ডিগ্রি কলেজের ছাত্র রূপক দাস প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, দীপুরঞ্জন দাস একজন ভূমি দস্যু। তার অবৈধ দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন সম্মানীত শিক্ষককে মারধর করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও এখনো গ্রেপ্তার হচ্ছেনা। অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, তাকে গ্রেপ্তার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।