স্টাফ রিপোর্টার::
১৯৭১ সনের ১ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধাদের সহযোগিতার অভিযোগে সুনামগঞ্জের তৎকালীন নৌবন্ধর খ্যাত রাণীগঞ্জ বাজারে আকষ্মিক নির্বিচারে গুলিবর্ষণ করে প্রায় দুই শতাধিক নীরিহ বাঙ্গালিকে হত্যা করে পাক হায়েনারা। উপজেলার হবিবপুর গ্রামের রাজাকার রেজাক মিয়া ও এহিয়া মিয়া পাক হানাদারদের রাণীগঞ্জ বাজারে নিয়ে এসে এই হত্যাযজ্ঞ চালায়। যাওয়ার সময় বাজারের কেরোসিনের দোকান থেকে ড্রাম এনে কেরোসিন ঢেলে বাজার জ্বালিয়ে দেয়। সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে রাণীগঞ্জ ও শ্রীরামসি গ্রামেই সর্ববৃহৎ গণহত্যা সংগঠিত হয়। স্বাধীনতার ৪৪ বছর পরও গণহত্যায় শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব হয়নি। নেওয়া হয়নি স্মৃতি সংরক্ষণের কোন উদ্যোগ।
রাণীগঞ্জ গণহত্যায় আহত বাজারের ব্যবসায়ী মজম্মিল মিয়া (৬৭) জানান, ১৯৭১ সনের ১ সেপ্টেম্বর দুপুরে সাড়ে ১২টায় হবিবপুর গ্রামের রাজাকার রেজাক মিয়া ও এহিয়া পাক হানাদারদের রাণীগঞ্জ বাজারে নিয়ে আসে। মুক্তিযুদ্ধাদের সহায়তার অভিযোগে বাজারে আগত দূর-দূরান্তের ব্যবসায়ীদের তার দোকানে ডেকে জড়ো করে আনার পর পাক বাহিনী নির্বিচারে ব্রাশফায়ার হত্যা করে অন্তত দুইশত মানুষকে। এর মধ্যে কয়েকদিন পরে এসে মানুষ মাত্র শহীদ ৩৪ জনকে শনাক্ত করতে পেরেছিলেন। তিনি পিটে ও উড়–তে গুলিবিদ্ধ হয়ে একটি পা হারিয়ে বাথরুসে আশ্রয় নিয়ে কোন রকম বেঁচে গিয়েছিলেন। অধিকাংশ শহীদের লাশ বর্ষার খর¯্রােতা কুশিয়ারা হয়ে ভেসে যায় বলে তিনি জানান।
এই নৃশংসতার আরেক প্রত্যক্ষদর্শী তৎকালীন সপ্তম শ্রেণীর ছাত্র আলীপুর গ্রামের নিশিকান্ত রায় জানান, কুশিয়ারা নদী হয়ে ভেসে যাওয়া গণহত্যায় নিহতের লাশ কাক শকুনে খায়। হানাদারদের ভয়ে মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় লাশ উদ্ধার সম্ভব হয়নি। এ গণহত্যার খবর তখন নয়াদিল্লী থেকে বিসিসিতে প্রচার হয়েছিল বলে তিনি জানান।
মুক্তিযোদ্ধাদের অভিযোগ স্বাধীনতার ৪৬ বছর পরও গণহত্যায় শহীদদের স্মরণে কোন স্মৃতিসৌধ নির্মিত হয়নি। শহীদদের স্মরণে স্মৃতি সংরক্ষণ ও গণহত্যাস্থল চিহ্নিত করার উদ্যোগও নেওয়া হয়নি। দায়সারাভাবে রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী শহীদ মিনার সংলগ্ন একটি স্মৃতি ফলক প্রতীক হিসেবে গণহত্যার স্মৃতি স্মরণ করছে। জগন্নাথপুর উপজেলা পরিষদ ১৯৯৪ সনে একটি ফলক নির্মাণ করে সেখানে ৩৪ জন শহীদ ও আহত তিনজনের নাম ফলকে লিখে দেয়। এই ফলকটিও অরক্ষিত।
রাণীগঞ্জ গণহত্যা দিবসে আজ মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদ স্মৃতি পাঠাগার আলোচনাসভার আয়োজন করেছে।