রাজন চন্দ:
পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ হতদরিদ্র লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সুনামগঞ্জ সদরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, তাহিরপুরের শ্রীপুর দক্ষিন ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান এবং বিশ্বম্ভরপুরে জেলা যুবলীগ ও উপজেলা যুবলীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম , ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ উপস্থিত ছিলেন।
তাহিরপুরে ত্রাণ বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফেদৌস আলম আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, ইউপি সদস্য গোলাম কিবরিয়া প্রমুখ।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুরসহ বিভিন্ন এলাকায় জেলা যুবলীগ ও বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক খোন্দকার মঞ্জুর, সবুজ কান্তি দাস, নূরুল ইসলাম বজলু, সাংবাদিক বিন্দু তালুকদার, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন প্রমুখ।